মেয়েদের মন জয়

 মেয়েদের মন জয়

 

ছেলেদের বিপরীতে মেয়েদের মন সহজাত নরম হয়ে থাকে, তবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা আবেগের চেয়ে যুক্তিটাকেই বেশি প্রাধান্য দেই। উপরক্ত এক্ষেত্রে বয়স এবং ম্যাচিউরিটিও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট।

অল্প বয়সি মেয়েরা সাধারণত একটু বেশিই আবেগ তাড়িত হয়ে ডিসিশন নিয়ে থাকে।

(১) বস্তুতো মেয়েদের মন বুঝে উঠা আদোতে অসম্ভব প্রায় একটি দুঃসাধ্য কাজ। কেননা তাদের মন পারিপাশ্বির্ক অবস্থার সাপেক্ষে নিয়ত পরিবর্তনশীল হয়ে থাকে তবে মেয়েরা সব সময় সঠিক ডিসিশনটাই নিতে চায়।

(২) মেয়েরা তাদের প্রশংসা শুনতে পছন্দ করে তাই আপনি যদি কোনো মেয়েকে তার প্রশংসা করেন তবে সে তার অজান্তেই আপনার প্রতি প্লেজার হয়ে পড়বে। , এটাই স্বাভাবিক। আপনি তাদের সাজগোজ, কথা বলা নিয়ে প্রশংশা করতে পাবেন। একই সাথে আপনার কথা গুলো যেনো মেয়েটির হার্ট টাচিং হয় সেটিও খেয়াল রাখবেন কেননা প্রায়শ ছেলেরা মেয়েদের সাথে কথা বলার সময় হয় নার্ভাস নয়তো অসংযত হয়ে পড়ে

আপনি কোন এ্যাংগেলে কোন মাইন্ড নিয়ে কথা বলছেন এটা মেয়েরা সহজাত ভাবেই বুঝতে পারে।

(৩) মেয়েরা ব্রিলিয়ান্ট ছেলেদের বেশি পছন্দ করে তাই মেয়েদের সাথে কথা বলার সময় নিজের বুদ্ধি দীপ্ততা ফুটিয়ে তুলুন

(৪) মেইয়েরা টাকা ওয়ালা ছেলে পছন্দ করে যদিও ছেলেটি টাকলু হয়; এমন কথা নিশ্চয় শুনেছেন? 

আসলে মেয়েরা একতা সেফ-সিকিউরড লাইফ চাই আপনার স্ট্যাস্টাস যদি স্ট্যাবল হয় তবে সেটিই একটি মেয়েকে কনভিন্স করতে এনাফ।

(৫) মেয়েরা কেয়ারিং-শেয়ারিং পছন্দ করে তাই মেয়েটির সমস্ত আবেগ-চিন্তা চেতনা বা মনের কথা গুলি আপনার নিজের সাথে শেয়ার করিয়ে নিন এবং সিমপ্যাথি দেখান ।

প্রয়োজনে তাকে মনোবল যোগান যাতে মেয়েটি আপনার প্রতি নির্ভর হতে সাহস পায়

(৬) মেয়েরা অভিমান প্রিয় প্রানী; তারাচায় অন্য কেউ জেনো যেনো তাদের ভালোবেশে অভিমান ভাঙ্গায়।

তাই অহেতুক রাগ পরিহার করে ফিলিংস বুঝে অভিমান ভাঙ্গিয়ে তাদের ঠোতে হাঁসি ফুটিয়ে তুলতে পারলেই অনেকাংশ মন জায় করতে সফল হবেন

(৭) স্বভাবতই মেয়েরা সারপ্রাইজ পেলে খুশি হয় তাই তাদের মাঝে মাঝে গিফিট করতে পারেন। গিফটাও যে আহামরি দামি হতে হবে এমনটাও নয় এখানে গিফট করাটাই মুখ্য।

মেয়েদের মনের জটিল সমিকরন অদ্যাবদি কেহ সমাধান করতে পারেনি। তাই কোনো মেয়ের মন জয় করতে আপনাকে সবার আগে মেয়েটির চিন্তা চেতনাকে নিয়ে গভির এন্যালাইসিস করতে হবে(পজেটিভলি) হুট করে I Love You বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না।

Leave a Comment